নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
দীর্ঘ দিনেও শেষ হয়নি সিরাজগঞ্জের কাজিপুর মোড় থেকে ধুনট পর্যন্ত আঞ্চলিক সড়ক প্রসস্ত করনের কাজ। রহমতগঞ্জ থেকে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যস্ত সড়কটির নির্মান কাজ বন্ধ আছে আর পুরাতন সড়কটি খানাখন্দে ভরে গেছে। নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে যাতায়াত কারিদের। রবিবার সকালে এই সড়কটি পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী। এসময় তিনি এই সড়কে যাতায়াতকারি পরিবহনের চালক এবং যাত্রীদের কথা শুনেন। এসময় চালক আর যাত্রীরা বলেন এই সড়কটি ৩/৪ বছর ধরে প্রসস্ত করনের কাজ চলছে,পলিটেকনিকের পর থেকে রাস্তা কাজ শেষ হলেও কাঠের পুল থেকে পলিটেকনিক পর্যন্ত রাস্তা দীর্ঘ দিন ধরে পরে আছে,রাস্তার মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। একদিকে প্রসস্ত করনের কাজ করায় সড়কটি চলাচল জন্য প্রস্তুত নয় অন্যদিকে পুরাতন সড়কটি খানাখন্দে ভরে যাওয়ায় প্রতিদিনই সড়কে ছোট ছোট দুর্ঘটনা ঘটছে যাত্রীদের বিরম্বনায় পরতে হচ্ছে। আমরা কি ভাবে এর প্রতিকার পাবো বুঝতে পারছি না। আজ আমাদের এমপি মহোদয় এসেছেন এতে আমরা খুশি দীর্ঘ দিন এভাবে পরে থাকলেও কেও খোঁজ নিতে আসেন নাই। রাস্তার কাজেরও কোন অগ্রগতি হয় নাই,এখন যেহতু আমাদের অভিভাবক এসেছেন পরিদর্শনে আমরা আশাবাদী দ্রুত এই সড়কের কাজ শেষ হবে। এবিষয়ে সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী বলেন এই সড়কটির প্রসস্ত করনের কাজ চলছে কাজিপুর অংশের কাজ শেষ হলেও আমার সংসদীয় আসন এলাকায় কাজ বন্ধ রয়েছে। এখানকার মানুষ বার বার বিষয়টি আমাকে অভিযোগ করেছে এজন্য আমি নিজে দেখতে এসেছি, সত্যিকারেই সড়কটি চলাচলের অনুপযোগী, আমি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই সড়কের সংস্কার করার ব্যবস্থা করবো। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ বলছে ভুমিঅধিগ্রহন জটিলতায় এই অংশের কাজটি ধীরগতিতে চলছে তবে দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                