নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
নিরপেক্ষ এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলাসহ ১১ দফা দাবীতে বাংলাদেশ পুলিশের বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতির অংশ হিসেবে সিরাজগঞ্জে কর্মবিরতি পালন করেছে অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। দাবী আদায় ও দোষী পুলিশের শাস্তির দাবীতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (৮আগস্ট) বেলা ১১ টায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের সামনে দাবী আদায় ও কর্মবিরতির সমর্থনে এই কর্মসূচি পালন করে জেলা পুলিশের সদস্যরা।
বিক্ষোভ ও কর্মবিরতীর এই কর্মসূচিতে জীবনের নিরাপত্তা ও দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবে না বলে তারা জানান।
তাদের দাবিগুলো হলো- ছাত্র আন্দোলনকে কেন্দ্র পুলিশ হত্যাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, নিহত পুলিশ সদস্যের পরিবারকের আর্থিক ক্ষতিপূরন এবং প্রতিটি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেয়া, সাব ইন্সেপেক্টর ও সার্জেন্ট পিএসসির এবং কনস্টেবল পুলিশ হেডকোয়াটারের অধীন নিয়োগ দেয়া, পুলিশের কর্মঘণ্টা ৮ ঘণ্টা নির্ধারন, পুলিশকে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন।