ঢাকাMonday , 25 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  •  সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে

    দেশ চ্যানেল
    March 25, 2024 7:30 am
    Link Copied!

    নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

    ৩০ হাজার টাকা ভাতা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে একযোগে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।

    সোমবার (২৫ মার্চ) সকালে থেকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে এই কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এর আগে বিজ্ঞপ্তিতে এ কর্মবিরতি ঘোষণা করা হয়।

    জানা গেছে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
    এ সময় বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের প্রস্তাবিত কমিটির সভাপতি ডাঃ রাসেল মোহাম্মদ ফয়সাল সহ সভাপতি ডাঃ তাহিরা হোসেন লিফা, সাংগাঠনিক সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান তুষার বলেন, ইন্টার্নি চিকিৎসকদের ভাতা ৩০ হাজার এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সারা দেশের সব ইন্টার্ন চিকিৎসক একটি যৌক্তিক দাবি উত্থাপন করে আন্দোলনে সম্মিলিত হয়েছেন। এত কম পারিশ্রমিকে চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকরা মানবেতর জীবনযাপন করছেন। এরই পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ও ২৬ মার্চ দুই দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়।
    এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
    ডাঃ মোঃ রাহাত রহমান, ডাঃ সিরাজুল সালেকিন সপ্নীল, ডাঃ সাবরিনা সুমাইয়া, ডাঃ ফারহা আজিজ শিফা, ডাঃ মোঃ আল-আমিন, ডাঃ মাহরুফা আরেফিন, ডাঃ জান্নাতুন নাহার, ডাঃ মোঃ রাসেল রানা, ডাঃ মেহেদী হাসান, ডাঃ মেহেদী হাসান মনির, ডাঃ মেহের আফরোজ, ডাঃ ইসরাত জাহান কুইন, ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ, ডাঃ রকিবুল হাসান শাকিল, ডাঃ তানজিলা আক্তার পলিন প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST