মোঃ গোলাম মোস্তফা সোহাগ
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি।
ডঃ জান্নাত আরা হেনরী এক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, চলছে বর্ষাকাল। গাছ লাগানোর এখনই সময়। বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে বাংলাদেশকে রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। সেজন্য সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসছে। সেই ধারাবাহিতকায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযান চলছে। সিরাজগঞ্জেও ব্যাংকটির উপশাখার মাধ্যামে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে বৃদ্ধাশ্রম ‘হেনরীর ভুবন’-এ গাছের চারা লাগানো হলো। ধন্যবাদ আইএফআইসি ব্যাংককে এই মহতী উদ্যোগে নিজেদের সম্পৃক্ত করার জন্য। গাছ লাগান পরিবেশ বাঁচান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                