ঢাকাMonday , 4 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের-জাতীয় সংসদ নির্বাচনে-৫ আসনে প্রার্থী দেবে জমিয়ত

দেশ চ্যানেল
September 4, 2023 2:28 pm
Link Copied!

এম.আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে-৫ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

জমিয়তের (সংগঠনের) একাধিক সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে দলটি। এরই মধ্যে দলের পক্ষ থেকে সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে পাচঁটিতে দলীয় প্রার্থী নির্ধারণ করা হয়েছে।

এদের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ সুনামগঞ্জ-২ আসনে সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে সাবেক সংসদ সদস্য জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ আসনে ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সিনিয়র সহ সভাপতি মাওঃ আব্দুর রব ফয়েজীকে সুনামগঞ্জ-৫ দলের প্রার্থী করা হবে জানা গেছে।

জমিয়তের কেন্দ্রীয় কমিটির অন্যতম নীতিনির্ধারক শাহীনুর পাশা চৌধুরী জানান, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST