রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসসিপি) এর আওতায় রহমত উল্যাহ মার্কেট কৃষক ব্যবসায় স্কুলের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রহমত উল্যাহ মার্কেট সংলগ্ন কৃষক সিরাজ উদ্দিনের বাড়িতে মাঠ দিবস অনুষ্ঠানে মোহাম্মদপুর ইউনিয়ন কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জিগারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ,
এই সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি অফিসার মাইদুল হাসান, কামাল উদ্দিন, চরক্লার্ক ইউনিয়নের কৃষি অফিসার সাহাব উদ্দীন, সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৩০জন কৃষকের মাঝে সনদ ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়।