রাশেদুল ইসলাম
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, চরক্লার্ক উর্চ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী ( শনিবার) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরী।এ সময় অনুষ্ঠানের জন্য নগদ ৫০০০০ হাজার টাকা ( পঞ্চাশ হাজার টাকা) উপহার দেন।
এ সময় তিনি ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন- বর্তমান যুগ টি কি অন্য ধরণের এই যুগে থাকতে হলে আমাদের কে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। তাই তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় নিজেকে নিয়োজিত রাখলে। দেহমন ভালো থাকবে।
তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।