বিপ্লব সরকার,স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা-হাট সংলগ্ন চকবেনি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে চোলাই মদসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটকরা হলেন—চকবেনি গ্রামের মৃত: লবিনের ছেলে হরেণ তুরকি (৩৭) এবং একই গ্রামের গোবিন্দের ছেলে শ্যামল (২৮)
অভিযানে তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ, প্রায় ৪ মন মদ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ১ হাজার টাকা করে জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়।
নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয়রা বলেন, অভিযান অব্যাহত থাকলে এলাকায় চোলাই মদের উৎপাদন ও বেচাকেনা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

