মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে অতিরিক্ত বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলমের পক্ষ থেকে। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গরুর গোশত দিয়ে তেহারী রান্না করে প্রায় ৩ হাজার অসহায় পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সৈয়দপুরের বাহিরে থাকায় খাদ্য বিতরণের সার্বিক কার্যক্রম তদারকি করেন তাঁর সুযোগ্য সন্তান ইকু গ্রুপের সি ই ও ইরফান আলম ইকু। তাকে সহযোগিতা করেন, সৈয়দপুর পৌর জাতীয় পাটির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, জাতীয় যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সহ সভাপতি ও হাতিখানা ক্যাম্পের সাধারণ সম্পাদক মোলায়েম হোসেন প্রমুখ।
এব্যাপারে মুঠোফোনে আলহাজ্ব সিদ্দিকুল আলম বলেন, সৈয়দপুরবাসীর বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্যই আমার রাজনীতির উদ্দেশ্য। ব্যবসায়ী হিসেবে তাঁদের সহায়তায় এগিয়ে আসার ফলেই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার প্রেরণা দিয়েছেন মানুষেরা। জাতীয় পার্টি পল্লীবন্ধুর হাতে গড়া গণমানুষের সংগঠন। তিনি বন্যাসহ সকল প্রাকৃতিক দূর্যোগের সময় যেভাবে গ্রামে-শহরে ছুটে গিয়ে সংকটাপন্ন মানুষের জন্য সহায়তা পৌঁছে দিয়েছেন। তাঁর একজন আদর্শের সৈনিক হিসেবে একইভাবে বৃষ্টির পানিতে আবদ্ধ লোকজনের পাশে দাঁড়ানোও আমার নৈতিক দায়িত্ব।
সেকারণেই সৈয়দপুরে অনুপস্থিত থেকেও জাপা নেতৃবৃন্দের মাধ্যমে সকলের দ্বারে দ্বারে পৌছানোর চেষ্টা করেছি। জনপ্রতিনিধি, প্রশাসন বা অন্যান্য দল কে কি করলো সেটা দেখার বিষয় আমার না। আমি আমার ও পার্টির পক্ষ থেকে জনগণের জন্য কিছু করার আগ্রহ থেকেই সব সময়ই এভাবে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও যথাসাধ্য করবো।
এমন দূর্যোগ মূহুর্তে পৌর মেয়র ও জাতীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলতঃ সৈয়দপুরে কোন উন্নয়নই হয়নি। যে কারণে আজ সৈয়দপুরবাসীকে এমন দুর্ভোগে পড়তে হয়েছে। এই দুজন শুধু নিজেদের আখের গুছিয়েছেন। জনগণের জন্য তাঁরা কিছুই করেননি। পার্টির নেতাকর্মী ও জনগণই মূল্যায়ণ করবে কে তাদের প্রকৃত বন্ধু। আর কে বসন্তের কোকিলের মত মৌসুমি নেতা। সারাবছর কে পাশে থাকে আর কে ভোট আসলে জনদরদি সেজে দালালদের বহর নিয়ে মাঠে নেমে অভিনয় করে।