আয়নাল হক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে কুড়িগ্রামের রৌমারী সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী ) বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাভরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। এবং তিনি এ কথাও বলেন যে দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই , সুন্দর শিক্ষার পরিবেশ ও একদল অভিজ্ঞ শিক্ষকের হাতে সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আমরা তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য বদ্ধপরিকর।
নবীন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, সহকারি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সোনাভরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক হাসান, সহকারি শিক্ষিকা নাসরিন নাহার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারি শিক্ষক এমদাদুল ইসলাম