মোঃরইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ও পিরোজপুর ইউনিয়নের মাঝামাঝি,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেরি খালী নদীতে অজ্ঞাত ও বিবস্ত্র অবস্থায় ভাসমান কিশোরের লাশ দেখতে পাওয়া যায়।আজ বুধবার দুপুর ১:৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেরি খালি ব্রিজ দিয়ে চলাচলের সময় পথচারীরা এই অজ্ঞাত লাশটি দেখতে পায়।অজ্ঞাত ও বিবস্ত্র অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন সোনারগাঁ থানাকে অভিহিত করে।খবর পেয়ে তাৎক্ষণিক সোনারগাঁ থানা পুলিশ এসআই পংকজ কান্তি সরকার ও ইমরানের নেতৃত্বে আরো পুলিশ সদস্য সহ এবং নৌ ডুবুরির দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত ও বিবস্ত্র অবস্থায় লাশটিকে উদ্ধার করেন।লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায় এবং পায়ে জড়িয়ে ছিল একটি নীল রঙের প্যান্ট।ঘটনা স্থলে পুলিশ লাশের নাম পরিচয় জানতে পারেনি এবং উপস্থিত জনতার কেউ মৃত লাশটিকেে সনাক্ত করতে পারেনি।অবশেষে লাশটিকে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়।ঘটনার ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহাবুবুল আলম সুমন জানান-মেরিখালী নদী থেকে অজ্ঞাত নাম পরিচয়বিহীন বিবস্ত্র অবস্থায় একটি লাশ উদ্ধার করে আমাদের পুলিশ সদস্য।লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।আইনগত প্রক্রিয়া শেষে,লাশটিকে ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট আসলে সব কিছুই আমরা জানতে পারবো।ঘটনার আলামত খুজতে আমাদের পুলিশের টিম কাজ করছে।