ঢাকাSaturday , 13 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে জুলাই শহীদ আহত স্মৃতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
September 13, 2025 7:57 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় স্থানীয় ক্রীড়া অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “জুলাই শহীদ আহত স্মৃতি ফুটবল ম্যাচ ২০২৫”।গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বৈদ্দ্যের বাজার সাত ভাইয়াপাড়া রামগঞ্জ বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুহিন মাহমুদ-সিনিয়র যুগ্ম আহ্বায়ক,জাতীয় যুবশক্তি-এনসিপি।

খেলার শুরুতেই শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।এরপর দুই দলের খেলোয়াড়রা মাঠে নামলে দর্শকসারি মুখরিত হয়ে ওঠে করতালিতে।উত্তেজনাপূর্ণ এ খেলায় দল শহীদ আবু সাঈদ বনাম দল শহীদ মুগ্ধ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে দল শহীদ মুগ্ধ ৩-২ গোলে জয়লাভ করে।ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তুহিন মাহমুদ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃহাবিবুর রহমান মোল্লা- কেন্দ্রীয় নির্বাহী সদস্য,ওয়ারিয়র্স অফ জুলাই আহ্বায়ক,ওয়ারিয়র্স অফ জুলাই,নারায়ণগঞ্জ,শাকিল সাইফুল্লাহ প্রধান সমন্বয়কারী,জাতীয় নাগরিক পার্টি-এনসিপি,সোনারগাঁও উপজেলা,নুরজামাল হাসান সদস্য,এডহক কমিটি,নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা,রাইসুল ইসলাম রিফাত সদস্য,জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, নারায়ণগঞ্জ জেলা,অনুষ্ঠানের প্রোগ্রাম সমন্বয়ক ছিলেন মোঃশাকিল-সংগঠক,ওয়ারিয়র্স অফ জুলাই।স্থানীয় জনপ্রতিনিধি,ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আয়োজক কমিটি “শহীদদের স্মরণে এই ম্যাচের আয়োজন করা হয়।এর মাধ্যমে নতুন প্রজন্ম একদিকে যেমন মুক্তিযুদ্ধ ও শহীদদের আত্মত্যাগকে মনে রাখবে,অন্যদিকে ক্রীড়ামুখী হয়ে উঠবে।স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও বলেন-এমন আয়োজন তরুণদের।খেলাধুলায় উদ্বুদ্ধ করে। প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST