মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে,এই উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা বিএনপি একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে।প্রস্তুতিমূলক সভাটি সোমবার দুপুরে সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করেন।এটি তারেক রহমানের দেশের মাটিতে আগমন উপলক্ষে প্রথম বড় রাজনৈতিক কার্যক্রম হিসেবে দলটি এই সভার আয়োজন করে।আলোচনায় উপস্থিত বক্তারা তারেক রহমানের দেশে আগমনের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং তার নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।প্রস্তুতিমূলক সভায় মোঃ হুমায়ান কবির রফিক-সাবেক সাধারণ সম্পাদক সোনারগাঁও পৌরসভা এর সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ- আহ্বায়কঃনারায়ণগঞ্জ জেলা বিএনপি,সদস্যঃজাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ বলেন- “এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।দীর্ঘ প্রায় ১৭ বছর পর আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরছেন, এবং তার নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগমের ব্যবস্থা, প্রচার কার্যক্রম, এবং অন্যান্য সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়া, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সকল কর্মসূচি বাস্তবায়ন করতে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।সভায় আরও জানানো হয়,সোনারগাঁ উপজেলা বিএনপি তারেক রহমানের আগমনকে সফল করতে প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর-সাবেক সভাপতি সোনারগাঁ থানা,মোঃআবুল কাশেম বাবু,আরো উপস্থিত ছিলেন-মোঃদেলোয়ার মেম্বার,মোঃজিলানী মেম্বার,মোঃআলমগীর,মোঃআফজাল হোসেন,মোঃসাজ্জাত চৌধুরী চপল,মোঃমোবারক হোসেন রাজা,মোঃরওশন আলী,মোঃসানোয়ার হোসেন,মোঃমোস্তাক মিয়া ও মোঃ ইলিয়াস প্রমুখ।

