ঢাকাMonday , 1 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সোনারগাঁ উপজেলা এসিল্যান্ডের গাড়ি চাপায় মৃত্যু-১

    দেশ চ্যানেল
    April 1, 2024 1:28 am
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এসিল্যান্ডের দ্রুত গতিতে আসা গাড়ির চাপায় ওয়াহিদ হোসেন দিলীপ(৪৫)নামের এক টাইলস ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে।রবিবার বিকেলে ঐতিহাসিক আমিনপুর এলাকায় এসিল্যান্ডের গাড়ি চাপায় এই নিহতের ঘটনা ঘটে।গাড়ি চাপায় নিহত ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মোসলেউদ্দিনের ছেলে।তাৎক্ষণিক দিলীপকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।আশঙ্কাজনক অবস্থায় নেওয়ার পথে সে মারা যায়।তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডাঃ মোশারফ হোসেন সিজান সাংবাদিকদের উপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেন।এক পর্যায়ে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ঘটনার ব্যাপারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ ইব্রাহিমকে একাধিকবার মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।নিহতের লাশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।নিহতের ভাতিজা জোবায়ের হোসেন জানান-উপজেলা পৌরসভার রাইজদিয়া গ্রামের মোসলেউদ্দিনের ছেলে ওয়াহিদ হোসেন দিলীপ,এলাকার কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলসের ব্যবসা করেন।রবিবার বিকেলে তিনি আদমপুর বাজারে যাওয়ার পথে আমিনপুর এলাকায় সাদা রঙের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশরার(ভূমি)মোঃ ইব্রাহিমের সরকারী গাড়ি দ্রুত গতিতে এসে তাকে চাপা দিলে,ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।তথ্য

    সূত্র জানায়-সাদিপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসায় গভর্ণিংবডির নির্বাচনের দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এসিল্যান্ড মোঃইব্রাহিম ও এসিল্যান্ড কার্যালয়ের প্রধান সহকারী দিপাল দেবনাথ এবং কর্মচারী সোহানকে বহনকারী গাড়িটি দ্রুত গতিতে এসে আমিনপুর এলাকায় এক পথচারীকে চাপা দেয়।ঘটনাস্থলে ওই পথচারীর মৃত্যু ঘটে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়-সোনারগাঁ পৌরসভা থেকে আদমপুর সড়কের আমিনপুর এলাকায় বিকেল আনুমানিক প্রায় ৬ টার দিকে সোনারগাঁ এসিল্যান্ডকে বহনকারী (নারায়ণগঞ্জ-ঠ-১১-০০২১)গাড়িটি দ্রুতগতিতে এসে দিলীপকে চাপা দিয়ে পাশে থাকা একটি বাড়ির টিনের বেড়া ভেঙ্গে ভেতরে ঢুকে যায়।এসময় আশপাশের লোকজন আসলে অবস্থা বেগতিক দেখে গাড়িতে থাকা এসিল্যান্ড মোঃ ইব্রাহিম ও গাড়ি চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।গাড়িটিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্ট লেখা ছিল।প্রত্যক্ষদর্শী একজন জানান-এসিল্যান্ডের গাড়িটি সকলের কাছে পরিচিত।যে গতিতে গাড়িটি আসছিল,এমন গতিতে মহাসড়কেও গাড়ি চলে না।লিংক রোডে মনে হয়েছে যে,১০০ গতিতে গাড়িটি আসছিল।গাড়িটি পথচারী দিলীপকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।তবে হাসপাতাল কর্তৃপক্ষ কি কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালো সেটা বুঝতে পারছি না।সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান পিপিএম বলেন-দিলীপকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিলো কিন্তু,রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই।বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা গ্রহন করা হবে।সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন-নিহত পরিবারের সঙ্গে আমাদের আলোচনা চলছে।এসিল্যান্ডের গাড়ি চালকের গাফলতি রয়েছে কিনা অথবা গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ছিলো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার ব্যাপারে তদন্ত মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।সর্বশেষ জানা যায়-সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলার রাইজদিয়া ঈদগাহ ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST