মুন্না ইসলাম দূর্গাপুর উপজেলা প্রতিনিধি (রাজশাহী):
বর্ষাকালের প্রথম থেকেই শুরু হয় পাট থেকে সোনালী আঁশ সংগ্রহের কাজ । বাংলাদেশর প্রধান অর্থকরী ফসল পাট । পাটকে সোনালী আঁশ বা সোনালী সোনা বলা হয় । বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই পাট চাষ করা হয় । পাটের বাজার এখন অনেক টা ভালো । ভালো মানের পাট ১৫০০থেকে ৩০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে । বাংলাদেশ থেকে বিদেশে পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে স রকার । ফলে দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি মানুষের কর্ম সংস্থান হচ্ছে । অপরদিকে কৃষকের অভিযোগ বিভিন্ন কম্পানি সার কীটনাশকের দাম বাড়ানোর জন্য তাদের খরচ বেড়ে গেছে । যার কারণে ফসল চাষ করে লাভবান হতে পারছেন না। আর কৃষকের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন এনজিও ক্ষুদ্র ঋণ দেবার নাম করে কিছু টাকা দিয়ে চড়া শুধে পরিশোধ করে নিচ্ছে । কৃষকের দাবি সরকার যেন সার কীটনাশকের দাম কমায় দেয় ।