মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী -৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে।
গত ৩ ডিসেম্বর নীলফামারীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ।
তিনি জানান, মৃত ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করার কারণে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারণে তিনি সহ আর ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তাঁরা আপিল করতে পারবেন।
সে অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জাপা নেতা আলহাজ্ব সিদ্দিকুল আলম মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিলের পরিপ্রেক্ষিতে তাঁর মনোনয়নের বৈধতা নিশ্চিত করা হয়েছে।
এব্যাপারে আলহাজ্ব সিদ্দিকুল আলম বলেন,ভোট, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সৈয়দপুর ও কিশোরগঞ্জের ভোটাররা ব্যালট পেপারে মাধ্যমে উন্নয়ন বঞ্চিত ও দুনীতি লুটপাটের জবাব ৭ জানুয়ারি দিবেন। শুরুতেই ষড়যন্ত্রের শিকার হয়েছি। তবে রাখে আল্লাহ মারে কে। মনোনয়নের বৈধতা নিশ্চিত হয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে বিজয়ও নিশ্চিত হবে। কারণ জনগণ আমার সাথে আছে।
উল্লেখ্য, এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে শুধু সিদ্দিকুল আলমের মনোনয়ন বাতিল করা হয়। এতে বিরোধী শিবিরে স্বস্তিদায়ক অনুভূতি প্রকাশ পেয়েছে। আজ তিনি মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচনের হিসেব নতুনভাবে শুরু করতে হবে প্রার্থীদের।