সাব্বির আকাশ, জেলা প্রতিনিধি হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ২৬ মার্চের প্রথম প্রহরে তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৭টায় উপজেলা নিবার্হী অফিসার এ কে এম ফয়সাল এর নেতৃত্বে স্বাধীনতার শোভযাত্রা বের হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রাকিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের দপ্তরপ্রধান, প্রেসক্লাব,স্কুল কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেনীর জনসাধারন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন, তেলিয়াপাড়া স্মৃতি সৌধে পুস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।