মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
মাধবপুর পৌরসভা কর্তৃপক্ষ চলমান ২০২৫-২৬ অর্থবছরের এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) তহবিল থেকে চারগোপাট মোড় থেকে পৌর কবরস্থান পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। ইতোমধ্যে এইচবিবি (হাইব্রিড ব্লক/হটমিক্সে ভিত্তিক) দ্বারা সড়ক উন্নয়নের উদ্যোগের টেন্ডার প্রক্রিয়া চলছে। পৌরসভা জানিয়েছে, সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী মাস থেকেই রাস্তাটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।
পৌর মেয়র ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলেন, “নাগরিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তাটির উন্নয়ন কাজ দ্রুত শুরু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। টেন্ডার অনুমোদন সম্পন্ন হলেই মাঠপর্যায়ে কাজ শুরু হবে।”
পৌরসভার সম্মানিত নাগরিকদের ধৈর্য ধারণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ আরও জানায়, উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
ডাম্পিং স্টেশনমুখী রাস্তা ইট সয়েলিংয়ের সিদ্ধান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে পৌরসভা জানায়, ডাম্পিং স্টেশনমুখী রাস্তাটি বর্তমানে কাঁচা হওয়ায় বর্ষাকালে ময়লার গাড়ি চলাচলে বড় ধরনের সমস্যা তৈরি হয়। এ কারণে চলমান এডিপি তহবিল থেকে এ রাস্তাটিও ইট সয়েলিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে বর্ষা মৌসুমে বর্জ্যবাহী যানবাহনের চলাচল সহজ হবে এবং পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় গতি ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

