মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও ভাঙচুরের মামলায় এক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে মাধবপুর থানার এসআই শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধর্মঘর বাজারে অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাউল বর পলাশ (৪৮)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পলাশ উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের আব্দুল গফুরের পুত্র।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,,গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে আসামি পলাশের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

