মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ইটাখোলা ও বেঙ্গাডুবা গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নোয়াপাড়া বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে ইট-পাথরের আঘাতে ওসি সহিদ উল্যা মারাত্মকভাবে আহত হন। পরে তাকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
এদিকে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে শাহজীবাজার সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, সংঘর্ষে আহত অবস্থায় এখন পর্যন্ত ২০ থেকে ৩০ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বিরোধ সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে নিরাপত্তার স্বার্থে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

