ঢাকাThursday , 16 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন করল খেলাফত মজলিস।

দেশ চ্যানেল
October 16, 2025 3:11 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম

“বিভেদ নয় ঐক্য—কল্যাণমূলক রাষ্ট্র” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

মাধবপুর উপজেলার সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন সভাপতিত্ব করেন,প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট সারোয়ার রহমান চৌধুরী, শ্রমিক মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, মাধবপুর উপজেলা সেক্রেটারি তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফাইজুল ইসলাম, ফিরুজুল ইসলাম চৌধুরী ও প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান। সভা পরিচালনা করেন মাধবপুর পৌর শাখার সেক্রেটারি আলহাজ্ব মোঃ শাহীন মিয়া।

ড. আহমদ আব্দুল কাদের তাঁর বক্তৃতায় বলেন, “বাংলার মাটিতে অবশ্যই পতিত স্বৈরাচারী সরকার ও তাদের দোসরদের বিচার হবে। এদেশে আর যাতে নতুন কোনো স্বৈরাচারের জন্ম না হয়—এর জন্য খেলাফত মজলিস কাজ করে যাবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় খেলাফত সর্বশক্তি নিয়োগ করবে।”মাধবপুরবাসীকে ভোটের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

সভায় দলের একতা, স্থানীয় নেতৃত্বের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে দলীয় আদর্শ, সংগঠন শক্তিশালীকরণ এবং ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST