মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১৯ অক্টোবর) গভীর রাতে আনুমানিক রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় একটি অটোরিকশা গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—একটি ডেগারোটার দোকান, একটি অটোরিকশা গ্যারেজ এবং একটি মুরগির দোকান।
ক্ষতিগ্রস্তরা হলেন— মাসুক মিয়া, ডেগারোটার দোকান; আনুমানিক ক্ষতি প্রায় ১০ লাখ টাকা।সুমন মিয়া, অটোরিকশা গ্যারেজ; ক্ষতি প্রায় ৪ লাখ টাকা।নুরুল আলম, মুরগির দোকান; ক্ষতি প্রায় ৫০ হাজার টাকা।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি বিপুল। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের কার্যকর সহায়তা জরুরি।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।