মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে রাস্তায় অবৈধ স্থাপনা না ভেঙ্গেই কয়েকজন ব্যক্তি মালিক ও রাধা গোবিন্দ মন্দিরের জায়গার উপর দিয়ে সরকারি এলজিইডি রাস্তা নেয়ায় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ করছে।এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়েরও করেছেন জমির মালিকদের একজন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নং বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি জায়গায় অবৈধ স্থাপনায় সরকারি রেডমার্ক থাকা সত্ত্বেও বেশ জায়গাজুড়ে সরকারি জায়গা দিয়ে না নিয়ে ব্যক্তিমালিকানা ও স্থানীয় মন্দিরের জায়গা দিয়ে সরকারি রাস্তা নির্মাণ করেছে এতে ব্যক্তিদের লাখ লাখ টাকার জায়গা হারাতে হচ্ছে বলে তাদের ভাষ্য।
স্থানীয় আলম খান বলেন, এলজিইডি, জমির মালিকদের উদ্যোগে নির্মিত রাস্তার উপর পাকা রাস্তা নির্মাণ শুরু করেছে যদিও পাশ দিয়ে সরকারি রাস্তা নির্মাণ করার মতো জায়গা রয়েছে। প্রশাসনের এই উদ্যোগে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন জমির মালিকগণ।
স্থানীয় মন্দিরের পূজারী মোহন কিশোর বলেন, পূর্বে কিছু প্রভাবশালী লোকেরা মন্দিরের জায়গা আত্মসাৎ করার জন্য রাস্তা দিয়ে রাস্তা না নিয়ে, মন্দিরের জায়গা ও পাশাপাশি ব্যক্তিমালিকানা জায়গায় উপর রাস্তা নিয়ে আমাদের ব্যঘাত ঘটিয়েছে কিছু স্বার্থান্বেষী লোক। প্রশাসনের কাছে সুবিচার আশা করেন ওই পূজারী।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম বলেন, বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।