লাখাই উপজেলা প্রতিনিধি
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কে ধান বোঝাই ট্র্যাপে টাক্টর ও ব্যাটারী চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিখিল দাশ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের মনতৈল ও কামড়াপুরের মধ্যবর্তী স্হানে এ ঘটনা ঘটে। নিহত নিখিল দাস লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের পুর্ব বুল্লাগ্রামের মৃতঃ মোহন লাল দাশের পুত্র।
এঘটনায় নিহতে স্ত্রী দীপিকা রানী দাস (৪০) সহ ৪জন আহত হয়েছে।আহত অন্যন্যরা হলেন উর্মিলা রানী দাস (৪০)এবং উদয় ঘোষ (১৬)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে গুরুতর আহত নিহতের স্ত্রী দীপিকা রানীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেপার করা হয় বলে জানা যায়।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়,৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় বুল্লাবাজার থেকে অতিরিক্ত ধান বোঝাই করা দ্রুত গতির বেপরোয়া ট্রলিটি মনতৈল ব্রিজের নিকটে পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রিবাহি একটি ব্যটারি চালিত টমটমের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে, সংঘর্ষে ট্রাক্টটরটি চাকা খুলে পড়ে এবং টমটমটি দুমরে মুচড়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রাণ হারান নিখিল দাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী জানান, খবর পেয়ে আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি, টমটম এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। সেই সাথে লাশের সুরতহাল রিপোর্টের (আরটিএ) জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে।আরটিএ সম্পন্ন হলে নিহত নিখিল দাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান এঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

