জেলা প্রতিনিধি নড়াইল
দলের গ্রীণ সিগন্যাল পেয়ে নির্বাচনী এলাকায় এসে সোমবার হাজার হাজার সমর্থক ও নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নড়াইল-১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নড়াইল জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।
সোমবার বেলা ১১টার দিকে বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কালনা সেতুর টোল প্লাজায় জড়ো হন। এসময় ঢাকা থেকে সড়ক পথে সেখানে গাড়ি থেকে নামেন নড়াইল-১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে লোহাগড়া উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু সহ হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা জেলার নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ধানের শীষ প্রতিকের মিছিল শুরু করে নেতা-কর্মীরা। লোহাগড়া শহর প্রদক্ষিণ শেষে জেলার নেতৃবৃন্দরা নড়াইল সদর উপজেলা ও কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ধানের শীষ প্রতিকের মিছিল ও পথসভা করেন।
এসময় নড়াইল জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর নির্যাতনের শিকার হয়েছি। এখন সময় এসেছে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করে জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কাজ করবার । সময় এসেছে সাধারণ মানুষের জন্য কাজ করবার। আমরা ঐক্যবদ্ধ থেকে দলের কাজ করবো।
নড়াইল জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনের সেরা প্রতিক ধানের শীষ। দেশের উন্নয়ন তথা দেশের সকল শ্রেণির মানুষের উন্নয়নে ধানের শীষ প্রতিকে ভোট দেবেন।
আমরা সবাই মিলে নড়াইলের উন্নয়ন করবো। সাধারণ মানুষ সকল উন্নয়ন কাজের অংশীদার হবে।