ঢাকাSaturday , 13 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে উত্তাল পত্নীতলা, জুলাই আন্দোলনের সমর্থকদের প্রতিবাদ মিছিল।

দেশ চ্যানেল
December 13, 2025 3:20 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ।

জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) ২০২৫ বেলা ১১ টায় নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল, নওগাঁ জেলা শাখার সভানেত্রী (ভারপ্রাপ্ত) মোছাঃ সামিনা পারভীন (পলি)। তিনি এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানান।

মোছাঃ সামিনা পারভীন (পলি) তার বক্তব্যে বলেন:

“শরীফ ওসমান হাদীর উপর এই নৃশংস হামলা প্রমাণ করে যে ফ্যাসিবাদী শক্তি জনগণের প্রতিবাদী কণ্ঠস্বরকে ভয় পায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলা-মামলা দিয়ে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমি অবিলম্বে এই হামলার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

বিক্ষোভ মিছিলে আরও অতিথি উপস্থিত ছিলেন মোকছেদুল ইসলাম (সিরি) সভাপতি পত্নীতলা উপজেলা বিএনপি, আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক পত্নীতলা উপজেলা বিএনপি, মোঃ রফিকুল ইসলাম (রিচার্ড) যুগ্ন সাধারন সম্পাদক পত্নীতলা উপজেলা বিএনপি, মোছাঃ মরিয়ম বেগম (শেফা) সভাপতি পত্নীতলা উপজেলা মহিলা দল, আঃ সাত্তার তিতুমীর, সদস্য পত্নীতলা উপজেলা বিএনপি,মোঃ নজরুল ইসলাম চেয়ারম্যান কৃষ্ণপুর ইউনিয়ন ও সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি, বাবু শংকর চক্রবর্তী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও হিন্দু ঐক্যফ্রন্টের সাধারণ সম্পাদক পত্নীতলা উপজেলা বিএনপি, মোঃ আলামিন কবির (জামাল) যুগ্ন সাংগঠনিক সম্পাদক নজিপুর পৌর বিএনপি, আকিব জাবেদ (মিজান) সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি( ১) আবদুল্লাহ আল (মাসুম) সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, ও সাধারণ সম্পাদক পৌর ৭নং ওয়ার্ড বিএনপি, মোঃ রাইহান সরকার (রনি) সদস্য যুবদল পৌর শাখা ও সভাপতি পৌর ৭ নং ওয়ার্ড যুবদল প্রমুখ।

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলা।

বিক্ষোভ মিছিলটি পত্নীতলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, শরীফ ওসমান হাদী জনগণের অধিকার আদায়ে সব সময় সোচ্চার ছিলেন। তার উপর এই হামলা শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রতিবাদের স্বাধীনতার উপর আঘাত। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST