মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ডাসার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মে ছিলেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
কিছু কুচক্রী মহল তার পরিবারের সকলকে হত্যা পরিকল্পনা করেন। ১৯৭৫ সালে
১৫ আগস্টে তার নিজ বাসভবনে ভোরে ঘাতকদের দল তাদেরকে গুলি করে হত্যা করে। গুলি থেকে রেহাই পায়নি তার ছোট্ট শিশু শেখ রাসেল। ঐদিন তার পরিবারের ১৬ জন সদস্যকে তারা হত্যা করে।

বিজ্ঞাপন
মহান আল্লাহ অশেষ মেহেরবান, তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করছিলেন। ভাগ্যক্রমে তারা বেঁচে যান। তারা মনে করেছিল সবাইকে একসাথেই পাব। কিন্তু মহান আল্লাহ তাদেরকে বাচিয়ে রাখেন। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                