মোঃআমিরুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিভির অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। বুধবার রাতে ডিবি পুলিশের ফোর্সের অভিযানে তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর থেকে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন তিরনইহাট ইউপির হাকিমপুর গ্রামের মৃত.আনছার আলীর ছেলে মো.দুলাল (৪০) ও দগরবাড়ী গ্রামের হকিবুলের ছেলে মঞ্জু (২৮)।
ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নির্দেশনায় এস আই লিপন কুমার বসাক, এস আই মিজানুর রহমান, এস আই আসাদুজ্জামান, এএসআই নয়ন দেবনাথ, এএসআই উমর ফারুকসহ ডিবির টিম বিশেষ অভিযান পরিচালনা করলে তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর এলাকা থেকে দুলাল ও মঞ্জুকে ১৫ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।তেঁতুলিয়া থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।