ঢাকাMonday , 29 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

২৮ কুড়িগ্রাম ৪ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল।

দেশ চ্যানেল
December 29, 2025 5:21 pm
Link Copied!

আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রশাসক রিটার্নিং কর্মকর্তা বরাবর ২৯ ডিসেম্বর (সোমবার) মনোনয়নপত্র দাখিল করলেন ২৮ – কুড়িগ্রাম – ৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের যে কয়টি দল তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান, জামায়াতী ইসলামের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেএম ফজলুল হক মন্ডল, সমাজতান্ত্রিক দল বাসদের মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল খালেক। মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক দলের প্রস্তাব কারী সমর্থনকারী ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কে সঙ্গে নিয়ে উৎসব মূখর পরিবেশে পর্যায়ক্রমে মনোনয়নপত্র জমা দেন। এবং তারা সকল ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন।

বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান বলেন,আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-৪ আসনের প্রতিটা সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে। জুলুম নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তানোর-গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে সামাজিক সংগঠন। আঞ্চলিক উৎপাদিত ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। বিশেষ করে অত্র অঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করে এই অঞ্চলের ১০০% দারিদ্রমুক্ত সমাজ উপহার দেওয়া হবে ইনশা আল্লাহ।

বাংলাদেশ জামায়াতের মানোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব, আগামী দিনে এই এলাকার রাস্তা ঘাট, মানুষের হক,এবং মানুষের অধিকা, যে স্থানে যে কর্মসূচি নেওয়া প্রয়োজন হয়, তা আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ।

বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, এই আসনে আমি নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের প্রধান সমস্যা নদী ভাঙ্গন প্রতিরোধ, নদী খনন, ব্রহ্মপুত্র সেতু নির্মাণ, দেওয়ানগঞ্জ থেকে রৌমারী পর্যন্ত রেললাইন আনার প্রচেষ্টা, শিক্ষার মান উন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা ও মাদক মুক্ত করবো ইনশাল্লাহ, আপনারা যদি আমাকে সুযোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST