ঢাকাTuesday , 24 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ৩ দফা দাবিতে সারা দেশে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান। 

    দেশ চ্যানেল
    September 24, 2024 10:19 am
    Link Copied!

    মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

    মাধ্যমিক স্তরের শিক্ষার বৈষম্য দূরীকরনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক শিক্ষক পরিবারের ব্যানারে সারা দেশে উপজেলা, জেলা, বিভাগ এবং মহানগরী পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষকগণ মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন। যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ে বেলা ১১টায় আয়োজিত এই মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আশরাফুজ্জামান এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আহাসান উদ্দিন, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, সম্মিলনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, কাশিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, লাউজনি এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা, আলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহিবুল ইসলাম, বেজিয়াতলা মাদ্রাসার অধ্যক্ষ মো: দিন ইসলাম, শ্রীরামপুর আলিম মাদ্রাসার সহকারি অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন সহ ঝিকরগাছা উপজেলার সকল হাইস্কুল ও মাদ্রাসার প্রধানগন এবং সহকারী শিক্ষকগন অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতি তার বক্তব্যে বলেন মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৯৭%। এই ৯৭% শিক্ষকদের মধ্যে সামাজিক ও আর্থিক বৈষম্য তৈরী করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। জাতীয়করণের মধ্যেই মাধ্যমিক শিক্ষার যাবতীয় সমস্যার সমাধান। এ সময় তারা আরও বলেন প্রধান শিক্ষকরা ৭ম গ্রেডে চাকুরী করেন।এখন সরকারী স্কুলের ৯ম গ্রেড প্রাপ্ত শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করার চক্রান্ত চলছে। এটা আমাদের জন্য অসম্মানের। আমরা এটা মানি না। যেহেতু আমরা ৯৭% এর প্রতিনিধিত্ব করি সুতরাং সেখানে আমাদেরও অংশগ্রহণ থাকতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST