ঢাকাFriday , 11 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ৪দিন ধরে পানি শূন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

    দেশ চ্যানেল
    August 11, 2023 9:21 am
    Link Copied!

    মশিউর মিলন
    পটুয়াখালী প্রতিনিধিঃ

    পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি নেই। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে পানি না থাকার কারণে এতে রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ওয়াশব্লক থেকে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা।
    হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার (০৭আগস্ট) হঠাৎ করেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি না থাকায় ওয়াশব্লক থেকে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। চিকিৎসাধীন ও বর্হিবিভাগের রোগীরা ওয়াশব্লক ব্যবহার করতে পারছেন না।
    আয়শা বেগম নামের এক রোগীর স্বজন বলেন, আমার স্বামী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। খাবার পানি বাইরে থেকে সংগ্রহ করলেও সমস্যা হল ওয়াশরুম নিয়ে। হাসপাতালে পানি না থাকায় প্রসাব-পায়খানার গন্ধে থাকা যাচ্ছে না। পানির অভাবে একটি ওযাশরুমও ব্যবহার করা যাচ্ছে না।
    রহিমা বেগম নামের অপর এক রোগী বলেন, পানির পাম্প মেরামতের জন্য এখন পর্যন্ত কতৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি।
    নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, কেবল ইনডোর কিংবা আউটডোরেই নয়। আবাসিক ভবনগুলোতে পানি না থাকায় পরিবার নিয়ে মহাদুর্ভোগে পড়েছেন চিকিৎসক ও সেবিকারা। পানির অভাবে বাসা ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে।
    বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্প অপারেটর অলিউল্লাহ বলেন, ৪ দিন পরে পাম্প মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই পানি সরবরাহ স্বাভবিক হবে।
    এ বিষয়ে জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহাকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
    এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের এ দুরবস্থার কথা জানতে পেরে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে বোতলজাত পানি বিতরণ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST