ঢাকাWednesday , 1 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ৬০ লিটার দেশীয় চোলাই মদ সহ দুই মহিলা গ্রেফতার ।

    দেশ চ্যানেল
    January 1, 2025 12:47 pm
    Link Copied!

    যোগেশ ত্রিপুরা,রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলার

    রামগড় পৌরসভাস্থ বাজারের মেইন রোডে সংলগ্ন হতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ লিটার দেশীয় চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী,র মামলার আসামি ২ মহিলাকে আটক করেছে রামগড় থানার পুলিশ।

    আরো জানান যে –

    খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল,র সার্বিক তত্বাবধানে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই/এ,বি,এম তারেক হোসেন ও কর্মরত পুলিশ সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে গত ৩১/১২/২০২৪ইং তারিখ মঙ্গল বার রাত ১০ঃ৪৫ ঘটিকায় রামগড় উপজেলার রামগড় পৌরসভাস্থ রামগড় বাজারের পুরোনো সোনালী ব্যাংক / মধুবন শো-রুমের সামনে পাকা রাস্তার উপরস্থ হতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০লিটার দেশী চোলাই মদ সহ মুন্নি আক্তার(৪২)ও প্রিয়া রানী মালাকার (৫০)কে গ্রেফতার করা হয়।

    আরো উল্লেখ করেন যে -মুন্নি আক্তারের বিরুদ্ধে ১০টি ও প্রিয়া মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মুন্নি আক্তার (৪২), স্বামী- আজহার উদ্দিন( আজাদ) পিতা- মৃত আব্দুল খালেক(মোশারফ) মাতা- মৃত মরিয়ম বেগম, গ্রামঃ- বিশ্ব কলোনী, থানাঃ- আকবর শাহ, জেলাঃ- চট্টগ্রাম।

    (A)মাদক ব্যবসায়ী মুন্নি আক্তার (৪২) এর পূর্বের মামলার তথ্যাদিঃ-

    ০১। খাগড়াছড়ী এর গুইমারা থানার ,এফআইআর নং-১, তারিখ- ০৫ অক্টোবর, ২০১৮; জি আর নং-৪১৯/১৮, তারিখ- ০৬ অক্টোবর, ২০১৮; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    ০২। খাগড়াছড়ী এর রামগড় থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৭ আগস্ট, ২০১৮; জি আর নং-৩০৯/১৮, তারিখ- ০৮ আগস্ট, ২০১৮; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    ০৩। সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানার ,এফআইআর নং-৬১/১৬৩, তারিখ- ২৫ মার্চ, ২০১৭; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    ০৪। সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানার ,এফআইআর নং-২৬/৪৬৫, তারিখ- ১৬ নভেম্বর, ২০১৬; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    ০৫। সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানার ,এফআইআর নং-৪৯, তারিখ- ২৭ এপ্রিল, ২০১৬; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    ০৬। রাঙ্গামাটি এর কাউখালী (বেতবুনিয়া) থানার ,এফআইআর নং-৪, তারিখ- ২০ ফেব্রæয়ারি, ২০১৬; জি আর নং-৫৫/১৬, তারিখ- ২১ ফেব্রæয়ারি, ২০১৬; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    ০৭। রাঙ্গামাটি এর কাউখালী (বেতবুনিয়া) থানার ,এফআইআর নং-২, তারিখ- ১০ এপ্রিল, ২০১৩; জি আর নং-৭৩/১৩, তারিখ- ১১ এপ্রিল, ২০১৩; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    ০৮। খাগড়াছড়ী এর মাটিরাঙ্গা থানার ,এফআইআর নং-৪, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৪, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

    ০৯। খাগড়াছড়ী এর গুইমারা থানার ,এফআইআর নং-১/১৬, তারিখ- ১৩ জুলাই, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    ১০। সিএমপি এর আকবর শাহ্ থানার ,এফআইআর নং-১/২৮৫, তারিখ- ০১ নভেম্বর, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    (B)০৩টি মাদক মামলার মহিলা মাদক ব্যবসায়ী প্রিয়া রানী মালাকার (৫০), স্বামীঃ-রতন মালাকার, পিতাঃ- মৃত হর মোহন মালাকার, গ্রামঃ- কৈবল্যধাম, থানাঃ- আকবর শাহ, জেলা- চট্টগ্রাম।

    মাদক ব্যবসায়ী প্রিয়া রানী মালাকার (৫০) এর পূর্বের মামলার তথ্যাদিঃ-

    ০১। খাগড়াছড়ী এর মাটিরাঙ্গা থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০৩ ডিসেম্বর, ২০২২; জি আর নং-১২৫, তারিখ- ০৩ ডিসেম্বর, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;

    ০২। সিএমপি এর আকবর শাহ্ থানার ,এফআইআর নং-১৭/২৬২, তারিখ- ১৭ নভেম্বর, ২০২১; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;

    ০৩। খাগড়াছড়ী এর মাটিরাঙ্গা থানার ,এফআইআর নং-৪, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৪, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;।

    আরো উল্লেখ করেন যে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০(ষাট) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করতঃ বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST