মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর এলাকায় কনকা ইলেকট্রনিক্স ফ্যাক্টরীর সামনে ইউ টার্ন মোড়ে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনস্থলে ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।বুধবার বিকাল ৪ ঘটিকার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের টিপরদী ও ছোট সাদিপুর এলাকার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহত নয়ন (৪৫)এলাকার স্থানীয় বাসিন্দা।আহতরা হলেন-আকবর(৫০),আজিজুল ইসলাম(৬৫), শহিদুল(৪০),আমিনুল ইসলাম (২৭),সজীব (৩০),হৃদয়(২৫),রুবেল(২৫), তানভীর( ২৫)কে তাৎক্ষণিক উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়-ব্যাটারি চালিত অটোরিকসা করে যাত্রীরা মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে টিপরদী ও ছোট সাদিপুর এলাকার কনকা ইলেকট্রনিক্স ফ্যাক্টরির সামনে ইউ টান মোড়ে দ্রুত আসা পিকআপ ভ্যানের সাথে আসা সংঘর্ষে অটোরিকসাটি উল্টে দুমড়েমুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই নয়ন(৪৫)নামের-১ জনের মৃত্যু হয়।বাকিদের গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) ওহিদ বলেন-“দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।