মতিউর রহমান,সরিষাবাড়ী(জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারী চালিত অটো রিক্সার ধাক্কায় ব্যাটারী চালিত রিক্সা ভ্যান খাদে পড়ে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৬ আগষ্ট শনিবার দুপুর সাড়ে ১২ টায় পৌর সভার নাওগোলা গ্রামে মতি সাংবাদিকের বাড়ীর পাশে প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে প্রকাশ, সরিষাবাড়ী গামী রিক্সা ভ্যান গাড়ীটি সাইট দিতে গিয়ে অটোভ্যানের পিছনের চাকা রিক্সাভ্যানে এক্সেলে সজোরে ধাক্কা লাগায় রিক্সাভ্যানটি পাশে খাদে পড়ে যায়। এতে ফুলদহ গ্রামের রিক্সা ভ্যান চালক হাফিজুর ও ভ্যানে থাকা অপর এক ছাত্রী আহত হয়। বনগ্রামের অটোরিক্সা চালক দুলাল মিয়াসহ স্থানীয়রা হাফিজুরকে উদ্ধার করে প্রাথমিক সেবাদানের পর কিছুটা সুস্থ্য হলে তাকে দুলাল মিয়ার অটো রিক্সাতেই সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত হাফিজুর মাথায় আঘাত প্রপ্ত হয়। তার ঠুট ফেটে রক্ত ক্ষরণ ও বাম হাত ও ডান পায়ে প্রচন্ড আঘাত পায়। অটোভ্যান চালক ঘটনাস্থল থেকে না পালিয়ে সে আহত হাফিজুরের পাশে থেকে সেবায় অংশ নেয়ায় মহৎ পরি পরিচয় দেয়ায় স্থানীয়রা তাকে সাধুবাদ জানায়। দূরঘটনার শিকার রিক্সাভ্যান চালক সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি রয়েছে। অপর আহত যাত্রী স্থানীয় চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যায়।