ঢাকাSaturday , 29 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত যাত্রী বহন; চার লঞ্চ মালিককে জরিমানা।

দেশ চ্যানেল
March 29, 2025 2:10 pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা লঞ্চ ঘাটে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে চার লঞ্চ মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৯ শে মার্চ) শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চার লঞ্চ মালিককে মোট ২১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরিচা লঞ্চ ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লঞ্চ মালিক নজরুল ইসলামকে ৫ হাজার, দীপু মিয়াকে ৬০০ এবং মো. লিটনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে পাটুরিয়া লঞ্চ ঘাটে জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খানের মালিকানাধীন মেসার্স সাইম শিপিং লাইন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে যাত্রীদের মাঝে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনসুরক্ষার স্বার্থে এই অভিযান পরিচালিত হয়েছে। আমরা চাই না ঈদযাত্রায় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক। অতিরিক্ত যাত্রী বহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST