আব্দুল গাফ্ফার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার বিকেলে শেরপুর অনলাইন প্রেসক্লাব এর সভাপতি আবু জাহের এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মানীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বায়নে ডিজিটাল যুগে জাতীয় অনলইন প্রেসক্লাব একটি গুরুত্তপুর্ণ সংগঠন। আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যাপক উন্নয়ন করেছ তার ফলশ্রুতিতে জাতীয় অনলাইন প্রেসক্লাব এর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। জাতীয় অনলাইন প্রেসক্লাব দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তাদের শাখা গঠনের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিডি২৪লাইভ বগুড়া জেলা প্রতিনিধ সাংবাদিক আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, বাংলাদেশ টেলিভিশন বিটিভি এর বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস লেলিন, শেরপুর পৌরসাভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ, শেরপুর পৌরসভার কাউন্সির শুভ ইমরান, আওয়ামীলীগ নেতা শামীম ইফতেখার, শেরপুর থানার সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল ইমরান, সহ সভাপতি এরশাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, সহ সংগঠনিক সম্পাদক তোফায়েল আহেম্মদ, সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহ প্রচার সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন, মাহফুজ আহম্মেদ, সাগার হাসান, হিমন কুমার সরকার, আব্দুর রাহিম, আবুল খায়ের প্রমুখ। এছাড়াও বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কর্তন করেন অতিথিবৃন্দরা।