ঢাকাTuesday , 22 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

অনিয়মের অভিযোগে বেড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যাটারি কারখানায় ২ লাখ টাকা অর্থদণ্ড।

দেশ চ্যানেল
July 22, 2025 3:56 pm
Link Copied!

আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধি

বেড়া উপজেলার নতুন ভারেঙ্গায় শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই লাখ টাকা দন্ড দেন এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গায় অবস্থিত শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন অভিযান পরিচালনা করেন।

ব্যাটারির উচ্ছিষ্ট বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতিসাধনের প্রমান পাওযায় প্রতিষ্ঠানের মালিক মোঃ জায়দার দোষ স্বীকার করে স্বীকাররোক্তি দেয়ায় তৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ পরিবেশ আইন ১৯৯৫ অনুযায়ী অভিযুক্তকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আগামী ১৫ দিনের মধ্যে বিধি মোতাবেক কারকানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়। সেই সাথে পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে তাদের কার্যক্রম তদারকি করার জন্য নিদের্শ প্রদান করেন।

বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম জানান, পরিবেশ রক্ষা ও জন স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST