ঢাকাWednesday , 16 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

অনেক দল দেশ চালিয়েছে, এবার জামায়াতকে সুযোগ দিন” — এডভোকেট জাহাঙ্গীর আলম।

দেশ চ্যানেল
July 16, 2025 2:03 pm
Link Copied!

যশোর প্রতিনিধি:ইব্রাহিম খলিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জাতীয় সমাবেশকে সফল করতে যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (১৬ জুলাই) বাদ আসর এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি নাভারণ হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সাতক্ষীরা মোড় পর্যন্ত যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, জামায়াতে ইসলামী, শার্শা উপজেলা।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য, জামায়াতে ইসলামী, শার্শা উপজেলা।

সভাপতিত্ব করেন আবু ইয়াহইয়া, আমীর, জামায়াতে ইসলামী, শার্শা ইউনিয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সভাপতি, যুব জামায়াত শার্শা এবং মকবুল হুসাইন, প্রচার ও মিডিয়া বিভাগসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “এই দেশ বহু দল ও পরিবার চালিয়েছে। এবার দেশের মানুষ জামায়াতে ইসলামীকেও সুযোগ দিতে পারে। আমরা দেশের মানুষের জন্য সুশাসন, ন্যায়বিচার ও স্থিতিশীলতা চাই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপত্তামূলক পরিবেশে অনুষ্ঠিত হতে হবে।”

তাঁরা বলেন, দেশের চলমান সংকট নিরসনে ও ভোটাধিকার ফিরিয়ে আনতে জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়ন সময়ের দাবি।

জামায়াতে ইসলামীর ঘোষিত ৭ দফা দাবি হলো:

১. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ

২. জুলুমের সকল গণহত্যার বিচার

৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার

৪. জুলুমের সন্ত্রাস ও ঘোষণাপত্র বাতিল

৫. জুলুমে ক্ষতিগ্রস্ত মসজিদ ও আহতদের পুনর্বাসন

৬. পি আরভিত্তিক জাতীয় নির্বাচন

৭. এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা

সমাবেশ থেকে বক্তারা ১৯ জুলাইয়ের ঢাকার জাতীয় সমাবেশে শার্শা ইউনিয়নসহ যশোর জেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST