নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটির যৌথ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় স্তন ক্যান্সার শনাক্তকরণ ও সচেতনতা ক্যাম্প আজ (১০ জুলাই) বুধবার স্থগিত করে আগামী শুক্রবার (১২ জুলাই) সকাল ১০ টায় ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। এদিকে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করে আগামী (১১ জুলাই) বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধনের সুযোগ করে দেওয়া হয়েছে।
জানা যায়, সারাদেশে ছাত্রদের অবরোধের কারণে ঢাকা থেকে ক্যান্সার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মহিলা ডাক্তারগণ আসতে না পারায় আজ (১০ জুলাই) বুধবার ক্যাম্পটি স্থগিত করা হয়েছে।
ক্যান্সার রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মহিলা ডাক্তারদের সমন্বয়ে সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি’র যৌথ উদ্যোগে নিজস্ব কার্যালয় মিরপুরে আগামী ১২ জুলাই (শুক্রবার) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে রোগী দেখা হবে। যার রেজিস্ট্রেশন ফি মাত্র পঞ্চাশ টাকা। একজন রোগীৃ এই ঠিকানায় গিয়ে cancercamp.shasthoshurokkha.org রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।
এছাড়া, সরাসরি রেজিস্ট্রেশন করতে ও তথ্য জানতে পৌর এলাকার এস. এস. রোড (খেদুন সর্দারের মোড়),
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।