জুলহাস উদ্দীন তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগ ও কলেজ শাখার ছাত্রলীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (৯নভেম্বর) দুপুরে তেঁতুলিয়া সরকারি কলেজে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশফাকুর রহমার সোহান এর সভাপতিত্বে, মোবারক হোসেন সঞ্চালনায় সারাদেশে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,তেঁতুলিয়া সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম,তেঁতুলিয়া সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন,বেসামরিক বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তৌফিকুর রহমান প্রান্ত,আশরাফুল,শেখ ফরিদ,হারুন অর রশিদ হুমাউন কবির প্রমুখ।
তেঁতুলিয়া সরকারি কলেজ মাঠ হতে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠ শহীদ মিনারে এসে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের হরতাল অবোরধ নিয়ে কথা বলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে আলোচনা করে শেষ করেন।