ঢাকাThursday , 6 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে মাটি কেটে টাকার পাহাড় গড়ছেন যশোরের ‘একটি চক্র।

দেশ চ্যানেল
February 6, 2025 4:29 am
Link Copied!

মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছায় অদৃশ্য ক্ষমতা, দাপট এবং বিভিন্ন মহলকে হাত করে বেপরোয়া হয়ে উঠেছে জমি খেকো বা ভূমিদস্যু এক চক্র। কোন প্রকার সরকারি অনুমোদন বা নিয়ম নীতিমালার তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন গ্রামের ফসলী জমি, বিল থেকে হাজার হাজার ট্রাক মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। প্রতিনিয়ত মাটি বোঝাই ট্রাক চলাচলের ফলে নষ্ট হতে বসেছে পাঁকা সড়ক, জনসাধারণের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ছে এসকল সড়ক, ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনাও।

অভিযোগ উঠেছে অবৈধভাবে এ সকল জমি থেকে মাটি কেটে কোটি টাকার পাহাড় গড়ছেন এই হায়দার চক্র। উপজেলা প্রশাসন থেকে অবৈধ ইটভাটা, মাটি ও বালু উত্তোলনে অভিযান পরিচালনা করলেও প্রশাসনকে বৃদ্ধআঙ্গুল দেখিয়ে হায়দার চক্রের প্রধান হায়দার (৪৫) মাটির রমরমা ব্যবসা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিবাদ করলে স্থানীয়দেরও হুমকি ধামকি এবং ক্ষমতার দাপট দেখিয়ে দমিয়ে রাখেন তিনি। ফলে ভয়ে মুখ খুলতে চাননা এলাকাবাসীও।

স্থানীয়রা অভিযোগ করে জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ বছর যাবৎ মাটি কেটে বিক্রি করেন হায়দার। ফসলী জমি ও পুকুর খননের নামে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করেন তিনি। কৃষকদের টাকার প্রলোভন দেখিয়ে ও মাছ চাষে উদ্বুদ্ধ করে স্বার্থ হাসিল করেন। শুধু হায়দার নন, তার সাথে জড়িত আরও কয়েকজন, মাশোয়ারা দেন বিভিন্ন মহলকে। সব মিলিয়ে তৈরি করেছে হায়দার চক্র। আতঙ্কের নাম হায়দার চক্রটি বর্তমানে উপজেলার পানিঁসারা ইউনিয়ন ও তার আশেপাশের এলাকাগুলো থেকে অবৈধভাবে মাটি ও বালু বিক্রির কাজ করে আসছে। মাটি বোঝায় ট্রাক যাতায়াতে আশেপাশের ফসলী জমি নষ্ট ও রাস্তায় ভাঙন দেখা দিলেও তার অদৃশ্য ক্ষমতার দাপটে বাধা দিতে পারেন না এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, হায়দারকে কেউ কিছু বলতে পারে না। স্থানীয় বা প্রশাসনের কেউ কিছু বলতে আসলে স্থানীয় একজন সংবাদিকের আত্মীয় পরিচয় দেন তিনি। কি এমন অদৃশ্য ক্ষমতা আছে তার যার জোরে তিনি প্রশাসনের চোখের সামনে এ অবৈধ ব্যবসা করে যাচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত মাটি ব্যবসায়ী হায়দার আলী বলেন, ‘আমি পাঁচ বছর যাবৎ মাটি ব্যবসা করি না। একবছর এই ব্যবসা করি। আমি আর সাইদ এক সাথেই মিলে ব্যবসা করি।’

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে বলেন, ‘হায়দারের বিষয়ে স্থানীয় গণমাধ্যমের সাথে আমার কথা হয়েছে। সংবাদিক ও স্থানীয়দের সহযোগীতার জন্য বলেছি। আমরা দ্রুতই ব্যবস্থা গ্রহন করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST