ঢাকাTuesday , 10 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ বালুর ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে লাঞ্ছিত করায় পৌর যুবদলের সদস্য সচিবের বিরুদ্ধে মামলা।

দেশ চ্যানেল
December 10, 2024 4:51 pm
Link Copied!

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় কেন্দ্রীয় যুব দলের কর্মসূচি পালনের নিউজ করার সময় সাংবাদিককে লাঞ্চিত, ক্যামেরা ভাঙচুর, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর বিরুদ্ধে। মামলা নম্বর ১১, রেকর্ডের তারিখ ৯-১২- ২০২৪ ইং। মামলাটির বাদী সাংবাদিক এস এম হাফিজুল করিম নীলু।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম।

সাংবাদিকের অপরাধ কালিয়া পৌর যুবদলের সদস্য সচিবের অবৈধ বালুর ব্যবসা নিয়ে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন। নড়াইলের সাংবাদিক সমাজের দাবি, তার জেরেই যুবদলের গণসংযোগে ওই সাংবাদিককে পেয়ে ক্যামেরা ভাঙচুর মোবাইল, নগদ টাকা ও গলার চেইন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

অন্যদিকে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল বলছেন, সাংবাদিক হাফিজুল নিলুকে নিজেরাই নিয়ে গিয়েছিলেন তাদের নিউজ কাভারের জন্য। বিষয়টি নিয়ে তারাও অনুতপ্ত। তবে, তদন্ত-পূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। হামলার শিকার সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু নড়াইলের সিনিয়র সাংবাদিক। তিনি মোহনা টেলিভিশন, জাগো নিউজ, দৈনিক নয়া শতাব্দী, সময়ের আবর্তন ও রাতদিন নিউজের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও তিনি রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সভাপতি।

নিলু জানান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, নড়াইল জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল, কালিয়া যুবদলের কামাল সিদ্দিকীসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কালিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে করবেন। সেটা তাকে অবগত করলে যুবদলের সাথে তিনি যান। সবকিছুই ঠিকঠাক ছিলো। ফেরার পথে ফেরার পথে তাকে বারইপাড়া ঘাটে চা খাওয়ার কথা বলে পাশে নিয়ে যান কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরু। কিছু বোঝার আগেই তাকে লাঞ্ছিত করেন তারা। ক্যামেরা ভাঙচুর মোবাইল নগদ টাকা মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয় তার থেকে। এরপর তাকে আটকে রাখে এবং জোরপূুর্বক তাদের শেখানো কথা বলতে বাধ্য করে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এতে ওই সাংবাদিক সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। বিষয়টি জানতে পেরে নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি চয়ন বাবু তার লোকজন নিয়ে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল বলেন, সাংবাদিক হাফিজুল নিলু আমাদের সাথে আমাদের নিউজ কাভার করতে গিয়েছিল। তার উপরে হামলায় ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে তদন্ত-পূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নড়াইল জেলা যুবদলের সভাপতি মোঃ মশিউর রহমান বলেন খবরটি শুনে এবং সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

এ বিষয়ে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টুর সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি। তবে, তার ভাই খশরু (01957-570703) বলেছেন , তিনি বিদেশে থাকতেন।সম্প্রতি দেশে এসে তিনি সাবেক কাউন্সিলার কমলাকি বিশ্বাসের কাছেথেকে লিজ নিয়ে বালির ব্যবসা শুরু করেন। পরে জানতে পারেন বালুর ব্যবসার বৈধতা নেই। এজন্য একটি চক্র তার কাছথেকে পানি উন্নয়ন বোর্ড ও সাংবাদিকসহ বিভিন্ন কথা বলে টাকা নিয়েছে। আজ নিলুকে পেয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। কিন্ত পরে স্থানীয় বিএনপির নেতারা থেকে মিটিয়ে দিয়েছে বলে দাবি করেন খসরু।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নিলু বিভিন্ন পত্রপত্রিকায় কালিয়াপৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা নিয়ে সরেজমিন প্রতিবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, বেন্দা এলাকার নবগঙ্গা নদীর তীর ভেঙ্গে যাচ্ছে। যার নেপথ্যে রয়েছে পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা। এনিয়ে স্থানীয়রা মানববন্ধনও করেন যা নিয়েই মুলত সংবাদটি প্রচার করা হয়েছিলো। যা কাল হয়ে দাড়ালো সাংবাদিক হাফিজুল নিলুর জীবনে।

সন্ত্রাসীরা আটকে রেখে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে ভিডিও করে সামাজিক গণমাধ্যমে ছেড়েছে। এ ঘটনায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ও জোরপূর্ব ভিডিও করে মিথ্যা তথ্য দিয়ে ছাড়ার নিন্দার ঝড় উঠেছে। দ্রুত এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST