ঢাকাSunday , 26 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • অর্ণব হত্যার চার বিষয়ে মিশন টার্গেটে পুলিশ, সন্দেহজনক আটক ৩, উদঘাটন হয়নি রহস্য! 

    দেশ চ্যানেল
    January 26, 2025 1:25 pm
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্নব হত্যার দায়ে সন্দেহজনক তিনজনকে আটক করলেও উদঘাটন হয়নি হত্যার মূল রহস্য। তবে প্রশাসন ৪ টি বিষয়ে মিশন টার্গেট রেখে তদন্তে নেমেছে। অপরদিকে আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কর্মকর্তাগণ এদিকে পুলিশের পক্ষ থেকে যে চার বিষয়ে টার্গেট মিশনের মূল কারণ হিসেবে দেখছেন তা হল মেয়েলি প্রেম গঠিত, ব্যবসা সংক্রান্ত, চাঁদাবাজি ভাগবাটোয়ারা সন্ত্রাসী সংশ্লিষ্টতা এই চার বিষয়কে গুরুত্ব দিচ্ছে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। অপরদিকে অর্ণবের মায়ের করুণ আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। অপরদিকে তার বাবার অভিযোগ আমার সন্তান নিরীহ এবং কোন রাজনীতি ঝুঁড়-ঝামেলার সাথে সম্পৃক্ত নাই। কান্না বিজড়িত কন্ঠে অর্ণবের মা বলে আমার সন্তান আমার বুক থেকে কেড়ে নিয়ে গেল, আমার সন্তান কি অপরাধ করেছে, তাকে কেন চিরতরে মেরে ফেলতে হলো, সন্ত্রাসীরা কেন আমার বুক শূন্য করল একমাত্র সন্তানহারা হয়ে দিশেহারা কে আমাকে মা বলে ডাকবে আমায় বুকে জড়িয়ে ধরবে আমার কাছে অর্ণব আর কখনো কোনদিন ফিরে আসবেনা। এদিকে অর্ণব হত্যার দায়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা করেছে নিহতের পিতা নীতিশ সরকার।

    তবে নিহতের পরিবার সহ আশেপাশে বসবাসরত ব্যক্তিদের দাবী অর্নব শান্ত শিষ্ট ছেলে, রাজনীতি বা সন্ত্রাসী গ্রুপের সাথে কোন সংশ্লিষ্টতা নেই তার। প্রতিদিনের মতো শুক্রবার বিকালে নগরীর ইসলাম কমিশনার মোড়ের বাসা থেকে বের হয় অর্ণব সরকার। রাত আটটার দিকেও তাকে বসুপাড়া এতিম খানা মোড়ে দেখা যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

    রাত আটটার দিকে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে বসে চা খাওয়া অবস্থায় কোন কিছু বুঝে ওঠার আগেই একদল সন্ত্রাসীরা অর্ণবকে লক্ষ্য করে গুলি ও ধাঁড়ালো অস্ত্র দিয়ে উপর্যাপুরী কুপিয়ে হত্যা নিশ্চিত করে অর্ণবকে। এ সময় পরিবারের আরো কয়েকজন সদস্যরা বলছেন হত্যাকান্ডের কারন হিসাবে তারা কিছুই ভাবতে পারছেন না। অর্ণব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ছিল সে আর বাবা নীতিশ সরকারের ঠিকাদারী পেশায় সহযোগিতা করত। দুই ভাইয়ের মধ্যে সে বড়। তার কেন রাজনৈতিক বা সন্ত্রাসী সংশ্লিষ্টতা নেই।

    অর্ণবের কাকা তুষার সরকার জানান, অর্ণব সরকারের মত ভালো ছেলে আর নেই। ও কোন রাজনীতির সাথে জড়িত না। এলাকার কেউ ওকে নিয়ে কোন খারাপ কথা বলতে পারবে না। ইঞ্জিনিয়ারিং শেষ করে তিনি বাবার কাজে সহযোগিতা করতেন। আমাদের পরিবারের সবার খেয়াল রাখতো।

    আরেক কাকা সুকুমার সরকার জানান, হত্যাকাণ্ডের কারণ হিসাবে আমরা কোন কিছুই ভাবতে পারতেছি না। আমাদের পরিবারের কেউ কোন রাজনীতি বা দলদারী করে না। শনিবার দুপুরে পোস্ট মর্টেম শেষ হওয়ার পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার পর নগরের গল্লামারি মহাশ্মশানে অর্নবের দেহ শেষকৃতকার্য সম্পন্ন হয় ।

    এদিকে খুলনা সুশীল সমাজের দাবি অর্ণব হত্যাকাণ্ড নিয়ে খুলনায় গত চার মাসে বারোটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক নেতারা। শনিবারও সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছোপ ছোপ রক্ত পড়ে আছে। জায়গাটি ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। উৎসুক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন। অর্ণবদের গ্রামের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামে। তাঁর বাবা নীতীশ চন্দ্র সরকার একজন ঠিকাদার। তাঁরা ১৫ বছর ধরে খুলনা নগরের বানরগাতি ইসলাম কমিশনারের মোড় এলাকার করতোয়া লেনে বাড়ি করে বসবাস করছেন। ওই লেনের একেবারে শেষ বাড়িটি তাঁদের।

    অর্ণবের পিসি (ফুফু) রুপা সরকার বলেন হত্যার চার ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও অর্ণবের মাকে এখনো অর্ণবের খুন হওয়ার কথা জানানো হয়নি। সে জানতো অর্ণব মটর বাইক এক্সিডেন্ট করে মারা গেছে ঐ সময় মা দীপিকা সরকার বারবার বুক চাপড়িয়ে বলছেন বাবা তুই কেন মোটরসাইকেল নিয়ে বের হলি। এ সময় অর্ণবের বাবা কান্না বিজড়িত কন্ঠে বলেছেন কয়েকটি স্থানে আমার ঠিকাদারির কাজ চলছে। সেই কাজ দেখতে যাওয়ার কথা ছিল। সাড়ে ৯টার দিকে হঠাৎ করে জানতে পারি, অর্ণব মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। অর্ণবরা দুই ভাই। বড় অর্ণব। ছোট ভাই অনিক কুমার সরকার এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। কিন্তু বড় ভাই মারা যাওয়ায় তাঁর আর পরীক্ষা দিতে যাওয়া হয়নি। অর্ণবদের প্রতিবেশী মো. চুন্নু অর্ণবের ব্যক্তিগত চারিত্রিক বিষয় তুলে ধরে বলেন অর্ণব খুবই ভদ্র ছেলে। এলাকায় কারও সঙ্গে তাঁকে কোনো খারাপ আচরণ করতে দেখা যায়নি। তিনি পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসা দেখতেন। হঠাৎ অর্ণবের খুন হওয়ার খবর শুনে এলাকার সবাই হতবাক হয়েছে।

    এদিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন দিক মাথায় নিয়েই তদন্ত কার্যক্রম চলছে। তিনি বলেন, হত্যার ঘটনায় পরের দিন শনিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয় নাই । পরিবারের সবাই লাশের সৎকার নিয়ে ব্যস্ত ছিলেন এ সময় পুলিশ কমিশনার অনুমান করে বলেন বিকেলের দিকে হয়তো তাঁরা মামলা করেছেন।একই সাথে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা শনিবার রাতে থানায় অজ্ঞাত নামা ২৫/৩০ জনকে আসামী করে মামলা করেছেন। মামলা নং ২৬ , তারিখ ২৫/০১/২৫। তিনি আরো বলেন, অর্ণবের শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তলের গুলি ও একটি শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। অর্ণবের বাবা ঠিকাদার ছিলেন। পড়াশোনার পাশাপাশি সেই ব্যবসা দেখাশোনা করতেন অর্ণব। এটা নিয়ে কোনো পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নারীঘটিত কোনো ঘটনা বা অন্য কোনো দ্বন্দ্ব ছিল কি না, সে ব্যাপারগুলো তদন্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    তিনি আরো জানান থানা হেফাজতে তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের এই হত্যাকাণ্ডের সাথে কোন সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

    চার মাসের ব্যবধানে একে একে ১২টি খুন স্বাভাবিকভাবে দেখছেন না নাগরিক নেতারা। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, নগরীর আইনশৃঙ্খলা এতো অবনতি হয়েছে। সন্ধ্যার পর মানুষ ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। এতে অস্ত্রের ঝনঝনানি ও এত লাশ এর আগে খুলনাবাসী কখনো দেখেনি। আইন-শৃঙ্খলা বাহিনী শুধু মুখে মুখে তৎপরতার কথা বলছে। কিন্তু বাস্তবে তার কোন চিহ্ন নেই।

    প্রশাসনকে সক্রিয় অবস্থানে ফিরে আসার জন্য বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন আলোচনায় বসলেও তার ফলপ্রসূ কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST