জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামে অসহায়,এতিম দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরন করলেন ব্যারিষ্টার দেদার এলাহী।
গত বছরের ন্যায় এবছর দুই হাজার অসহায়,এতিম ও দুস্থঃদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল, আধা লিটার তেল,আধা কেজি চিনি,আধা কেজি ডাল ও ১ প্যাকেট সেমাই।
সুত্রে জানাগেছে শুক্রবার ৫ এপ্রিল সকাল থেকে ব্যারিষ্টার দিদার এলাহির লক্ষীপাশাস্ত নিজ বাসভবনে এ উপহার সামগ্রী বিতরন করেন। ঈদ উপহার গ্রহণকারীরা বলেন আমরা খুবই গরীব, দ্রব্য মূল্যের বাজার অনেক চড়া আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা এই সামগ্রী পেয়ে অনেক খুশি। গত বছর ও আমারা পেয়েছি। ব্যারিস্টার সাহেব যেন এই ধারা চলমান রাখেন!
ব্যারিষ্টার দেদার এলাহীর সংগে কথা হলে তিনি বলেন এটি একটি মানবিক কাজ। অসহায়, দুঃস্থ ও এতিমদের পাশে দাড়ানো উচিত। মানবিক কারনে আমি প্রতি ঈদে এই ক্ষুদ্র ঈদ উপহার বিতরন করি।