আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
জনাব মনজেল শেখ(৬১), পিতা মৃত খবির শেখ। বসবাস করেন বেড়া উপজেলা পরিষদের পশ্চিমে গোরস্থান সংলগ্ন অন্যের বাড়িতে। তিনি গৃহহীন এবং জমিজমা বলতে নিজের কিছুই নাই।
তিন ছেলে চার মেয়ের পিতা মনজেল শেখ রিকশা চালিয়ে এতদিন কোন রকম ভাবে স্ত্রীকে নিয়ে জীবন যাপন করতেন। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে, ছেলেরা যার যার মত পৃথক সংসারে নিজেদের মত করে থাকেন। মনজেল শেখের স্ত্রী অন্যের বাসায় কাজ করে উপার্জিত অর্থ দ্বারা দুজনে কোন রকম ভাবে বেঁচে আছেন।
ইতিমধ্যেই পুষ্টিহীনতা আর বিনা চিকিৎসায় মনজেল শেখের শরীরে বার্ধক্য এসে ভর করেছে। গত দুই সপ্তাহ আগে গুরুতর অসুস্থ হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিন। বর্তমানে মনজেল শেখের হৃদযন্ত্র ও ফুসফুস আর ভালোভাবে কাজ করতে পারছে না।হাসপাতাল থেকে ছাড়পত্রে অনেকগুলো দামি ওষুধ লিখে দিয়েছে। কিন্তু তার ঔষধ গুলো কেনার সাধ্য নাই। চোখে মুখে তার শুধুই হতাশা আর দুশ্চিন্তার প্রতিচ্ছবি স্পষ্ট দৃশ্যমান। উপজেলা প্রশাসনের কাছে তার বিনীত আবেদন যেন তার চিকিৎসা সহায়তা ও দুই বেলা খাবারের ব্যবস্থা করার জন্য এগিয়ে আসেন।