ঢাকাSunday , 13 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

অসহায় মেহেন্দিগঞ্জের ৫ নদী পাড়ের মানুষ।

দেশ চ্যানেল
August 13, 2023 10:45 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

কিছুদিন আগে লঘুচাপের কারনে নদীতে অস্বাভাবিক জোয়ারে মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদ- নদীতে পানি ঢুকে পড়ে।এর ফলে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পানিতে ডুবে যায়। এই পানি নেমে যাওয়ার পর থেকেই নদীভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, স্কুল, কলেজ, ও কৃষিজমি।ভাঙ্গনে অসহায় হয়ে পড়েছে মেহেন্দিগঞ্জের ৫ নদী পাড়ের মানুষ।

এদিকে অব্যাহত নদী ভাঙ্গনের ফলে ক্রমেই ছোট হয়ে আসছে মেহেন্দিগঞ্জ উপজেলার মানচিত্র। চলতি বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানি মেঘনা, গজারিয়া, তেতুলিয়া, কালাবদর, ও ইলিশা নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক নদীভাঙ্গন দেখা দিয়েছে। সবচেয়ে বেশি নদীভাঙ্গনের শিকার হচ্ছে এই উপজেলার সদর ইউনিয়নের রুকুন্দি ও সাদেকপুর গ্রাম এবং চর এককরিয়া ইউনিয়নের উত্তর চর গ্রাম। এখানে প্রতিদিনই বিলীন হয়ে যাচ্ছে কোনো না কোনো বসতবাড়ি ও ফসলি জমি। এছাড়াও মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের আমীরগঞ্জ রাস্তার মাথা, আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী, গাগুরিয়া, শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার এবং উলানিয়া, চানপুর ও দড়িচর খাজুরিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ভাঙ্গন প্রতিরোধে এখনই কার্যকর ব্যবস্থা না দিলে হারিয়ে যেতে পারে মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন হাট -বাজার, মাধ্যমিক – প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বসতবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। নদী ভাঙ্গন প্রতিরোধে অচিরেই একটি কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST