নাজমুল হাসান সবুজ বিশেষ প্রতিনিধি
পুলিশ গতকাল রাতে শহরের নাজিরঘাট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক অভিযুক্ত অপরাধীকে গ্রেফতার করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিবির একটি দল গতকাল রাত সাড়ে ৮টার দিকে পূর্বোক্ত এলাকায় অভিযান চালিয়ে আলীনূর ডাবলুকে অপরাধ করার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় তাকে আটক করে বলে জানান উপ-কমিশনার (গোয়েন্দা শাখা) মোঃ আনোয়ার হোসেন।
এসময় কেএমপির জেলা প্রশাসক (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি জব্দ করেছে পুলিশ।
তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর নাজিরঘাট এলাকায় অবস্থিত তার বাসা থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
পুলিশ সন্দেহ করেছে যে গ্রেফতারকৃত ব্যক্তি সম্প্রতি একটি জঘন্য অপরাধ করেছে কারণ তার বাড়িতে রাখা গুপ্তিতে তাজা রক্ত পাওয়া গেছে, তিনি বলেন, তার সহযোগীদের গ্রেফতার এবং আরও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে আজ সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি।