নজরুল ইসলাম:
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত পরিবেশবাদী সামাজিক সংগঠন “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের নিয়মিত কাজের অংশ হিসেবে একটি অস্বচ্ছল পরিবারের মাঝে স্বচ্ছলতা ফেরাতে সেলাই মেশিন দেয়া হয়।
গতকাল (১১ মার্চ) বিকালে বিএ কলেজ রোড সংলগ্ন ২য় কার্যালয়ে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুণা রানী সাহা।
এছাড়া এ বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির তরুণ প্রজন্মের একঝাঁক স্বেচ্ছাসেবী দল ও সমাজের গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।