মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি
উন্নয়ন সহায়তা তহবিল থেকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে অ্যম্বুল্যন্স ক্রয়ের জন্য ১২ লাখ টাকা বরাদ্দ হয়৷ টেন্ডার আহবান করেও টেন্ডারে কেউ অংশগ্রহন না করায় বিপাকে পড়েছেন প্রকল্প কমিটি। তারা বলছেন, টেন্ডারে কেউ অংশগ্রহন না করায় আমরা নিজে অ্যম্বুল্যন্সের খোঁজ খবর নিয়েছি। ঐ টাকা দিয়ে অ্যম্বুল্যন্স পাওয়া যায় না। ২২ থেকে ২৫ লাখ টাকার মধ্যে এম্বুলেন্স নিলে মোটামুটি ভালো অ্যম্বুল্যন্স পাওয়া যাচ্ছে। জানা যায়, বলরামপুর ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে মোট ১২ লাখ ৭ হাজার ৯০০ টাকা বরাদ্দ হয়। প্রকল্পের স্কিম নেওয়া হয় ইউপিতে সর্বসাধারণের জরুরি চিকিৎসা হাসপাতালে রোগী পৌঁছানোর এ্যাম্বুলেন্স ক্রয়ের জন্য। এবিষয়ে ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, বরাদ্দকৃত ঐ অর্থ দিয়ে কোথাও অ্যম্বুল্যন্স পাওয়া যাচ্ছে না। আমি নিজেও অ্যম্বুল্যন্স দেখে এসেছি৷ চেয়ারম্যান সাহেব ব্যক্তিগতভাবে কিছু টাকা দিতে চেয়েছেন। তারপরও হচ্ছে না। ২২ থেকে ২৫ লাখ টাকার মধ্যে অ্যম্বুল্যন্স পাওয়া যাচ্ছে। ক্রয়ের বিষয়ে চেয়ারম্যান সাহেবের কোনো গাফিলতি নেই। একই কথা বলেন প্রকল্প সভাপতি জবা রাণী। বলরামপুর ইউপি সচিব মখলেছুর রহমান বলেন, আমরা টেন্ডার আহবান করেছি। উন্মুক্ত দরপত্র মূল্যায়ন কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু টেন্ডারে কেউ অংশগ্রহণ করেনি৷ আর অ্যম্বুল্যন্স না ক্রয় করে সে টাকা উত্তোলনের কোনো সুযোগ নেই৷ এবিষয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন বলেন, অনেক প্রক্রিয়া শেষে এ টাকা উত্তোলন করতে হয়। অ্যম্বুল্যন্স ক্রয় না করে সে টাকা উত্তোলন করার সুযোগ। আমি কিছুদিন আগে কয়েকজন ইউপি সদস্যকে অ্যম্বুল্যন্স দেখার জন্য পাঠিয়েছিলাম। তারা দেখে এসেছে। কিছুদিনের মধ্যে কিছু টাকা ডোনেট করে হলেও অ্যম্বুল্যন্সটি ক্রয় করা হবে।