লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় আওয়ামীলীগের দূর্বৃত্তরা এলাকায় প্রভাব বিস্তার করতে কাশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মিরাজ ফকিরের ডান হাতের কবজী কেটে ফেলেছে।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে হামলার শিকার হন ওই বিএনপি নেতা। এসময় আরো তিনজনকে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা।
জানা,যায়, সারুলিয়া গ্রামে বিএনপি নেতাকে তার বাড়িতে যেয়ে দূর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ডান হাতের কবজি কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে।
মারাত্বক জখম অবস্থায় গ্রামবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে নড়াইল ও পরে ঢাকায় চিকিৎসা র জন্য নেয়া হয়। দূর্বৃত্তরা এসময় ইমরান ফকির(৫০), শিলা বেগম(২০) সহ জামাল ফকিরের স্ত্রী ডালিয়া(৪৭)কে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা। আহতরা নড়াইল ও ঢাকায় চিকিৎসাধীন।
লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, দোষীদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, আওয়ামীলীগ আমলে দূর্বৃত্তরা মিরাজ ফকিরের একটি পা কেটে ফেলেছিলো।